ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকার ফুটওভার ব্রিজের নিচে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে মরদেহউদ্ধার করা হয়।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার জানান, খবর পেয়ে সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে ফুটপাত থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এজেডএস/এএটি