ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিলিতে ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
হিলিতে ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক আটক

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে পাথরবোঝাই ভারতীয় ট্রাক থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ শাকিল মণ্ডল নামে এক চালককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১২ জুলাই) বিকেলে হিলি স্থলবন্দরের পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে  ভারতীয় ট্রাক (ডব্লিউ বি ৫৯ এ ২৩৭১) থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

আটককৃত শাকিল ভারতের দক্ষিণ দিনাজপুরের রামকৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। বর্তমানে তাকে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে।  

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন জানান, ভারত থেকে পাথরবোঝাই একটি ট্রাক বিকেলে পোর্টের ভেতরে প্রবেশ করে। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যের তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির কেবিনের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, ট্রাকচালক শাকিলকে কাস্টমস হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।