ঢাকা: সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাসের দাবি করেছে বিভিন্ন স্তরের নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উন্নয়ন সমন্বয় আয়োজিত সংশোধিত ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাসের দাবিতে অনুষ্ঠিত নাগরিক সংলাপ থেকে এ দাবি জানানো হয়।
সংলাপে আলোচকরা বলেন, এ আইনটি শক্তিশালী করা গেলে একদিকে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা পাবেন। অন্যদিকে আগামী প্রজন্মের নাগরিকদের তামাক পণ্য ব্যবহারের সম্ভাবনাও উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব হবে।
বক্তারা তাদের আলোচনায় ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সরকার তামাক নিয়ন্ত্রণ আইনটি দ্রুত সংসদে পাস করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সংলাপ থেকে বলা হয়, উল্লিখিত আইন পাস বা বাস্তবায়িত হলে দেশে তামাক ব্যবহার উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে বলে ইতোমধ্যে এ খসড়ার পক্ষে সমর্থন জানিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দেশের শীর্ষ নীতি-নির্ধারকদের পাশাপাশি ১৫৫ জন সংসদ সদস্য। এছাড়া নাগরিক সমাজের পক্ষ থেকেও এ প্রস্তাবনাগুলো ব্যাপক সমর্থন পাচ্ছে।
সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি সংশোধনের মাধ্যমে শক্তিশালীকরণের যে খসড়া প্রস্তাব তৈরি করেছে তা বর্তমানে চূড়ান্তকরণের অপেক্ষায় আছে।
খসড়ায় ধূমপানের জন্য নির্ধারিত স্থান বাতিল, সিঙ্গেল শলাকা সিগারেট/বিড়ি বিক্রয়, ই-সিগারেট বিক্রি নিষিদ্ধ, বিক্রয় স্থলে তামাক পণ্যের প্রদর্শনী ও তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম বন্ধ এবং তামাক পণ্যের প্যাকেটে সচিত্র সতর্কবার্তার আকার বাড়ার প্রস্তাবনা রয়েছে।
সংলাপে সভাপতিত্ব করেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। উন্নয়ন সমন্বয়ের হেড অব প্রোগ্রামস শাহীন উল আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রোকেয়া খাতুন রেখা, শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, বিএফইউজের কোষাধ্যক্ষ ও গণমাধ্যম ব্যক্তিত্ব খাইরুজ্জামান কামাল, স্থপতি ইকবাল হাবিব এবং বিআইজিডির ভিজিটিং ফেলো খন্দকার সাখাওয়াত আলী।
প্রখ্যাত অর্থনীতিবিদদের মধ্যে আলোচনায় অংশ নেন- রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক, বিআইআইএসএস’র গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী ও সহযোগী অধ্যাপক সৈয়দ নঈমুল ওয়াদুদ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
আরকেআর/আরবি