ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিগুলো সংক্ষিপ্ত সময়ে সমাধানের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিগুলো সংক্ষিপ্ত সময়ে সমাধানের সুপারিশ

ঢাকা: প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিগুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাধান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

 

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি ও মাসুদ উদ্দিন চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, সম্প্রতি বন্যা ঝুঁকি, বজ্রপাত ও ঘূর্ণিঝড় মোকাবিলার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা ও জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (তৃতীয় পর্যায়) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।  

বৈঠকে উপকূলবর্তী এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের পরিবর্তে ঘরবাড়ি মজবুত করে দুর্যোগকালীন আশ্রয় কাজে ব্যবহার করার মাধ্যমে সরকারি খরচ কমানো যায় কিনা সে বিষয়ে একটি তুলনামূলক গবেষণা পরিচালনা করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এ সময় প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিগুলো সংক্ষিপ্ত সময়ে সমাধান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।                     

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।