ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
সচিবালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান

ঢাকা: দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়সহ ৩৯ গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা এবং ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) অভিযানে এসব স্থান ও স্থাপনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং প্রয়োজন বোধে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হয়।

এরপর সেসব প্রতিষ্ঠান, স্থাপনা ও স্থানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়।

এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার অঞ্চল-১-এ ৪টি, অঞ্চল-২-এ ৪টি, অঞ্চল-৩-এ ২১টি, অঞ্চল-৪-এ ৬টি, অঞ্চল-৫-এ ১২টি, অঞ্চল-৬-এ ৩টি, অঞ্চল-৭-এ ৪টি, অঞ্চল-৮-এ ৩টি, অঞ্চল-৯-এ ৬টি এবং অঞ্চল-১০-এ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছিটানো এবং সবশেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।  

এছাড়াও বাংলাদেশ সচিবালয়, পরিবহন পুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, আইজিগেট ব্যাংক কলোনী, জুরাইন কবরস্থান, মুরাদপুর শিশু কবরস্থান, জর্জ কোর্টের আইনজীবী সমিতি ভবন, সমাজসেবা অধিদপ্তর ভবন-৫, ৩ নম্বর অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ওয়্যারহাউজসহ অনেকগুলো কমিউনিটি সেন্টার, মসজিদ, মার্কেট ইত্যাদি ৩৯ স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।