নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি বহুতল ভবনে ওঠানোর সময় ক্রেনের তার ছিঁড়ে লিফটের নিচে চাপায় দুজন শ্রমিক নিহত হয়েছেন। তাদের নাম তোবারক (৫০) ও শহিদ (৩৫)।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ফতুল্লার ভুইগড় এলাকায় সীমান্ত টাওয়ারে এ ঘটনা ঘটে।
নিহত তোবারক সোনারগাঁও উপজেলার বিহাকৈর গ্রামের শাহজাহানের ছেলে। সুনামগঞ্জ জেলার চাঁনপুর জামালপুর এলাকার আবাদুর রউফের ছেলে ছিলেন শহিদ।
ক্রেনের ঠিকাদার আনোয়ার হোসেন জানিয়েছেন, শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের নির্মাণাধীন নবম তলার ভবনে বেশ কয়টি লিফট নিচ থেকে উপরে ওঠানোর কাজ চলছিল। ক্রেনের সাহায্যে লিফট তোলা হচ্ছিল। এ সময় তার ছিঁড়ে লিফট নিচে দুই শ্রমিকদের ওপর পড়ে। ঘটনাস্থলেই তোবারকের মৃত্যু হয়। আহত অবস্থায় শহিদকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শহিদকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আনোয়ার হোসেন নিজেই শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনটিতে ঠিকাদারির কাজ পেয়েছেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তোবারক হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শহিদের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। নিহতদের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার জন্য দাবী করছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এমআরপি/এমজে