রাজশাহী: রাজশাহী নগরবভন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী এক যুবককে আটক করেছে র্যাব-৫। এ সময় অপহৃত কলেজছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে র্যাব-৫। পরে জিজ্ঞাসাবাদের জন্য উদ্ধার কলেজছাত্রীসহ ওই অপহরণকারীকে র্যাব-৫ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে।
আটক অপহরণকারীর নাম মো. সনি (২৬)। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পূর্বপাড়া গ্রামের মো. জাফরের ছেলে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ জানান, গত ১১ জুলাই ওই কলেজছাত্রীকে জয়পুরহাট থেকে অপহরণ করে এই যুবক। তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ রয়েছে। অপহরণের পরে এই দুই দিন থেকে লাগাতার বিভিন্ন স্থান পরিবর্তন করতে থাকে সনি। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর অপহৃত কলেজছাত্রীকেও উদ্ধার করা হয়। আটক অপহরণকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসএস/এমজেএফ