ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হকারের হামলায় জবি কর্মচারী আহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
হকারের হামলায় জবি কর্মচারী আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে ফুটপাতের এক হকারের হামলায় আহত হয়েছেন প্রতিষ্ঠানের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম শেখ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল তিনটার দিকে ঘটনাটি ঘটে।

হামলাকারী হকারের নাম শাহীন হাওলাদার। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে থেকে গ্যাসের চুলা জ্বালানোর একটি অটো গ্যাসলাইট একশো টাকা দিয়ে কেনেন জবির কর্মচারী ইব্রাহিম। বাসায় যাওয়ার পর সেটি কাজ না করায় সেদিনই তা ফিরিয়ে দিয়ে পণ্যের মূল্য ফেরত চান তিনি। পণ্যটি রেখে পরেরদিন টাকা ফেরত দেওয়ার কথা জানান শাহীন। কিন্তু কয়েকদিন ধরে টাকা চাইলেও তা না দিয়ে টালবাহানা করতে থাকেন তিনি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল তিনটার দিকে টাকা ফেরত চাইলে ইব্রাহিম শেখের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহীন। একপর্যায়ে ভুক্তভোগী ইব্রাহিমকে বটি দিয়ে কোপাতে এগিয়ে আসেন তিনি। তখন উপস্থিত লোকজন বটি কেড়ে নিলে লাঠি দিয়ে ইব্রাহিমের ওপর হামলা করে শাহীন। এরপর ধস্তাধস্তি ও লাঠিপেটার একপর্যায়ে ইব্রাহিম শেখের হাতের কব্জির হাড় ভেঙে যায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা হামলাকারী শাহীনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যায়। এরপর তাকে সূত্রাপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে আহত ইব্রাহিম শেখ বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনের এক হকার থেকে আমি একটা অটো গ্যাসলাইট কিনি। বাসায় গিয়ে দেখতে পাই সেটিতে আগুন ধরে না। তখনই আমি সেটা ফেরত দিয়ে আসি। শাহীন জিনিসটা ফেরতও রাখে। কিন্তু টাকা ফেরত দিতে চেয়েও না দিয়ে টালবাহানা করে। আজ টাকা ফেরত আনতে গেলে হকার শাহীন আমার ওপর হামলা করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ওই হকারকে ধরে আনা হয়েছিল। আমরা সূত্রাপুর থানা পুলিশের নিকট তাকে সোপর্দ করেছি। যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে আমরা নির্দেশ দিয়েছি।

সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, আমি শাহীনকে আটক করে নিয়ে এসেছি। দুপক্ষকে নিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।