ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতপুর সীমান্ত থেকে ১২ স্বর্ণের বার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
দৌলতপুর সীমান্ত থেকে ১২ স্বর্ণের বার উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী নিচপাড়া মাঠ এলাকা থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের  (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিচপাড়া মাঠ থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক এক প্রেস বিজ্ঞপিতে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রনামকৃষ্ণপুর বিওপির টহল কমান্ডার ফরিদুল ইসলামের নেতৃত্ব সীমান্ত পিলার ১৫৭ থেকে ১৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সশস্ত্র টহল জোরদার করে। এ সময় বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে এক ব্যক্তি সাইকেল ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান। বিজিবি সদস্যরা উপস্থিত জনসাধারণের সম্মূখে বাইসাইকেলটি আটক ও তল্লাশি করেন। এ সময় বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণ ও বাইসাইকেলের আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৩০  হাজার ৫১৪ টাকা।

এ ঘটনায় কুষ্টিয়া দৌলতপুর থানায় সাধারণ ডায়েরির কার্যক্রম চলছে। পাশাপাশি স্বর্ণের বারগুলো কুষ্টিয়ার ট্রেজারিতে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।