ঢাকা: জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ।
সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক কাজী ছাব্বীর বলেন, সাহিত্য ও সংস্কৃতি আমাদের জাতির অমূল্য সম্পদ।
তিনি বলেন, জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠা হলে এটি সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সাহিত্য ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি করবে, সাহিত্য ও সংস্কৃতিকর্মীদেরকে প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং সাহিত্য ও সম্মাননা প্রদান করবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সমন্বয়ক রওশন আরা রুশো, মুখপাত্র নীলা মল্লিক, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, মাহমুদুল হাসান নিজামী, নাসিমা বানু করিম, ইভা আলমাস, প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা অজুর চৌধুরী, শেখ ইকবাল হাসান স্বপন, ক্রীড়াবিদ রেহেনা পারভীন, রবিউল মাশরাফি, বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম ঢালী, শাহী সবুর, নজরুল বাঙালি ও আশিষ খীসা।
এ সময় সরকারের কাছে পৃথক জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠার জোর দাবি জানান সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এইচএমএস/এসআইএস