সাভার (ঢাকা): সাভারে একটি ফুট ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার তালা কেটে ৮০ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।
গ্রেপ্তার আসামিরা হলেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার গণ্ডগ্রাম এলাকার ইব্রাহিম খলিলের ছেলে নাজমুল হুদা (৩০)। তিনি ওই কারখানার সিকিউরিটি গার্ড। অপরজন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার জীবনদী এলাকার মৃত উজ্জ্বল হোসেনের ছেলে মো. রিফাত (২২)। তিনি চোর চক্রের সক্রিয় সদস্য।
সংবাদ সম্মেলনে ওসি দীপক চন্দ্র সাহা জানান, সাভারের কর্ণপাড়ায় অবস্থিত ফুট ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার সংস্কার কাজ করায় কর্তৃপক্ষ বিগত চারমাস ধরে ফ্যাক্টরির উৎপাদন বন্ধ রাখে। গত ২৮ জুন ম্যানেজার মো. আব্দুল খালেক উক্ত ফ্যাক্টরির মেইন গেইট তালাবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি গার্ডদের রেখে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান। পরবর্তীতে ম্যানেজার গত ৪ জুলাই উক্ত কারখানায় গিয়ে দেখতে পান ফ্যাক্টরির দক্ষিণ পাশের পকেট গেটের তালা কাটা ও পকেট গেইট খোলা।
এছাড়া ফ্যাক্টরির ভেতরে থাকা মূল্যবান মেশিনারিজ ও সংযোগ তারসহ প্রায় ৮০ লাখ টাকার মালামাল নেই। এ ঘটনার পর ম্যানেজার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন (নম্বর-৩২)।
তিনি আরও জানান, পরে বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলামসহ পুলিশের বিশেষ টিম সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে কারখানার সিকিউরিটি গার্ড নাজমুল ও চোর চক্রের সদস্য রিফাতকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা উক্ত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুট ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চোরাই ৭৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এসএফ/এসআইএ