বেনাপোল (যশোর): বেনাপোলে একটি ভবনের ভেতরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের ফলে ভবনটির দেয়াল ধসে পড়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
বিস্ফোরিত ভবনটির মালিক বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাহীন।
বিস্ফোরণের কারণ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাতে পারেনি বেনাপোল ফায়ার সার্ভিস।
সেখানের স্টেশন ম্যানেজার রতন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারে নামে দমকল বাহিনীর কর্মীরা। শক্তিশালী বোমা বিস্ফোরণের কারণে ভবনটির দেয়াল ধসে পড়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন জানান, শাহীন নামের এক ব্যক্তির ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি ককটেল নাকি গ্যাস সিলিন্ডার সেটি এখনো নিশ্চিত নয়। এছাড়া বিস্ফোরণ হওয়া ভবনটিতে বন্দরের কর্মরত শ্রমিকরা ভাড়া থাকেন। বিস্ফোরণের সময় ভবনটি তালাবদ্ধ ছিল। এবং এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এসএএইচ