ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে আইটিএফ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে আইটিএফ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী সঙ্গে উইম্বলডনে (লন্ডন) শুক্রবার (১৪ জুলাই) ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) সভাপতি ডেভিড হেগরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় আইটিএফের সভাপতি বাংলাদেশে আইটিএফের কয়েকটি টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজনের জন্য বিটিএফের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

সাক্ষাতে আইটিএফের সভাপতি বাংলাদেশের টেনিসের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিটিএফের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী আইটিএফের সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।  

এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ হায়দার ভূঁইয়া ও সহ-সভাপতি নিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।