ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে দুই চালকসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে দুই চালকসহ আহত ১০

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে এসবি পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর যাচ্ছিল। অপরদিকে ভুট্টাবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথেমধ্যে রাত পৌনে তিনটার দিকে পলাশবাড়ী পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বাস-ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় চালকসহ ১০ জন গুরুতর আহত হন।  

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।