ধামরাই (ঢাকা): মিজানুর রহমান (৪০) নামে বেশ কয়েকটি হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ জুলাই) সকালে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বড়াটিয়া এলাকার একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিজানুর রহমান নীলফামারী জেলার ডোমার থানাধীন বড় রাওতা এলাকার বছির উদ্দিনের ছেলে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, নিহত মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তার শরীরের ডানপাশের সিনায় চাপাতির কোপ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, চাপাতির কোপে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মিজানুর মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ৪-৫টি হত্যা মামলার আসামি ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২৩
এসএফ/এমজে