ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক আটক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।  

শনিবার (১৬ জুলাই) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

 

আটক মো. সিহাব উদ্দিন (২৭) গাজীপুরের শ্রীপুর উপজেলার চরদমদমা এলাকার আ. সামাদ মোল্লার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. আসাদুজ্জামান জানান, কাঁধে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিলেন সিহাব। এ সময় পুলিশের চেকপোস্ট দেখে সিহাব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় সিহাবের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।