হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ফুফু-ভাইপো।
সোমবার (১৭ জুলাই) উপজেলার ধলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম।
মৃত দুই শিশু হলো- ধলগাঁও গ্রামের জহিরুল ইসলামের ছেলে আরিফ মিয়া (৫) ও নজির মিয়ার ছেলে কারিনা আক্তার (৭)।
এসআই মঞ্জুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির দক্ষিণ দিকের পুকুর পাড়ে খেলতে যায় ওই দুই শিশু। এ সময় সবার অজান্তে তারা পানিতে পড়ে ডুবে যায়। দুপুরে তাদের বাবা-মা খুঁজতে বের হয়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মৃত দুই শিশু সম্পর্কে ফুফু-ভাইপো। মরদেহগুলো তাদের বাড়িতেই রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
আরবি