ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
মধুপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, ফুলবাগচালা ইউনিয়নের হরিণমধরা গ্রামের আলামিন মিয়ার ছেলে সোহান মিয়া (৭), হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুন মিয়ার ছেলে নাঈম (৫)।

ফুলবাগচালা ইউনিয়নের মো. ফরিদ আলী জানান, সোহান মিয়া তার মায়ের সঙ্গে হাগুড়াকুড়ি গ্রামে তার নানির বাড়িতে বেড়াতে আসে। দুপুরে প্রতিবেশী আকাশ ও নাঈমের সঙ্গে বাড়ির বাইরে খেলছিল। এ সময় সবার অজান্তে তারা বাড়ির পাশে পুকুরে নেমে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন ওই তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক ওই শিশুদের মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।