ঢাকা: পাওনা টাকা আদায়ের দাবিতে কো-অপারেটিভ সমবায় সমিতির গ্রাহকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে রাজধানীর পূরবী সিনেমা হল ও ১১ নম্বর বাস স্ট্যান্ডের সামনের দুটি জায়গায় রাস্তা অবরোধ করে রাখেন ভুক্তভোগীরা।
এতে করে প্রধান সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ সময় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।
ভুক্তভোগী মো. মানিক বাংলানিউজকে বলেন, আমি তিন বছর ধরে কো অপারেটিভ সমিতির কাছে এক লাখ ৮৬ হাজার টাকা পাই। এখন পর্যন্ত টাকা আদায় করতে পারিনি। আমার মতো এই সমিতির আরো প্রায় ১০ হাজার গ্রাহক আছেন। এই গ্রাহকেরা প্রায় সবাই কম বেশি করে ৮ থেকে ১০ কোটি টাকা পাই এই সমিতির মালিক জসিম উদ্দিনের কাছে। দেব... দিচ্ছি বলে আজ পর্যন্ত টাকা দেননি এই সমিতির মালিক।
ভুক্তভোগী আমেনা বেগম বলেন, আমিও টাকা পাই এই সমিতির মালিকের কাছে। টাকা দেওয়ার নাম করে চেক দিয়েছে সেই চেক দিয়ে এখন পর্যন্ত টাকা তুলতে পারেনি আমিও টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছি। পাওনা টাকা আদায়ের দাবিতে আমরা আজকে সবাই মিলে রাস্তায় আন্দোলনে নেমেছি। রাস্তা অবরোধ করেছি।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমএমআই/এসআইএস