ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিশৃঙ্খলা এড়াতে শেরেবাংলা নগরে সতর্ক পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
বিশৃঙ্খলা এড়াতে শেরেবাংলা নগরে সতর্ক পুলিশ

ঢাকা: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে রাজধানীতে পদযাত্রা করছে বিএনপি। এ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শেরেবাংলা নগরে সতর্ক অবস্থানে দাঁড়িয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় গাবতলি থেকে বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। রাজধানীর বিভিন্ন স্থানেও এ কর্মসূচি চলছে।

মিরপুরে পদযাত্রা শুরু ঘণ্টা খানেক পর সরকারি বাংলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কলেজের ভেতরে ককটেল বিস্ফোরণসহ দুটি মোটর সাইকেল পোড়ানো ঘটনা ঘটে।

বাংলা কলেজের সামনের ঘটনা সম্পর্কে জানার পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে উত্তাপ ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

পুলিশের বড় কোনো কর্মকর্তা মন্তব্য না করলেও শেরেবাংলা নগরে অবস্থানরত সদস্যদের সঙ্গে কলা বলে জানা গেছে, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে তারা কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছেন।

এলাকার দুটি রাস্তার মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রতিকূল পরিস্থিতি এড়াতে জলকামান ও এপিসি যানও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।