ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্টন থানায় নুরসহ তিনজনের নামে মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
পল্টন থানায় নুরসহ তিনজনের নামে মামলা 

ঢাকা: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তিনজনের নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বাদী হয়ে সোমবার (১৭ জুলাই) এ মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সোমবার (১৭ জুলাই) রাতে মামলাটি দায়ের করা হয়। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে। দুই নম্বর আসামি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন এবং তিন নম্বর আসামি করা হয়েছে নুরুল হক নুরকে।

এজাহারে অভিযোগ করা হয়, রোববার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় তিনি হামলার শিকার হন। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।