ঢাকা: রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় একটি তৈরি পোশাককারখানা থেকে অপু দাস (২৭) নামে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের গোড়ানে শাহী মসজিদের পাশের একটি পোশাক কারখানা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে ওই পোশাককারখানা থেকে নিরাপত্তাকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ঝুলছিল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তবে কী কারণে ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়েছেন, তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
পোশাককারখানাটির কর্মকর্তা রুবেল হোসেন জানান, নিহত অপু দাসের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার জহরপাড়া গ্রামে। গোড়ান ৮ নম্বর এলাকায় একটি মেসে থাকতেন তিনি। কারখানার নিরাপত্তাকর্মীর কাজ করতেন। গতকাল রাতের ডিউটি ছিল অপুর। সকাল ৮টার দিকে অন্যান্য কর্মচারীরা ডিউটিতে এসে ভেতর থেকে গেট বন্ধ দেখতে পান। গেটের পাশে চাবি পরে থাকতে দেখেন তারা। চাবি দিয়ে গেট খুলে তিনতলায় গিয়ে অপুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
রুবেল হোসেন আরও জানান, গত দুই মাস ধরে এই কারখানায় কাজ করতেন অপু। কী কারণে গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এজেডএস/এমজেএফ