ঢাকা: রাজধানীর রমনা নিউস্কাটন রোডের একটি ভবন থেকে লাফিয়ে পড়ে ফারজানা আক্তার মালা (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (১৮জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নিউস্কাটন রোডে স্বপ্নধারা ভবনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মালার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা বেগম জানান, বিকেলের দিকে সংবাদ পেয়ে ওই বাসার নিচতলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মালার বাড়ি গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাটুয়া গ্রামে। বাবা আনোয়ার ইসলাম সাগর ঠিকাদারি করেন। ঘটনার সময় মালার মা পটুয়াখালীতে ছিলেন। বাবা কাজে বাইরে ছিলেন। এক বোন ও ভাই বাসায় ছিল।
পরিবার জানিয়েছে, মালা সব সময় চুপচাপ থাকতো। ঘটনার আগে তিনি তার ছোট ভাইকে রুম থেকে বের করে দেন। পরে ১৪তলা ভবন থেকে লাফ দেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এজেডএস/এমজে