ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এডিসের লার্ভা পেলে সরকারি অফিসকেও জরিমানার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এডিসের লার্ভা পেলে সরকারি অফিসকেও জরিমানার নির্দেশ

ঢাকা: এডিস মশার লার্ভা পেলে সরকারি অফিসগুলোকেও জরিমানা করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (১৯ জুলাই) বিকেলে সচিবালয়ে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের জরুরি সভায় তিনি এ ঘোষণা দেন।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মিটিংয়ের রেফারেন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেন। জব্দকৃত যানবাহনসহ বিভিন্ন ধরনের টায়ার-টিউবে স্প্রে করার ব্যবস্থা করেন। স্কুলগুলোতে সভা করা হয়েছে। সেখানে জরিমানা করার ব্যবস্থা করেন। স্কুলের আঙিনা পরিষ্কার করতে হবে। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

তিনি বলেন, সব সরকারি-বেসরকারি অফিসগুলোকে আজই চিঠি দেন। এ মিটিং রেফারেন্সে। সরকারি অফিসগুলোকেও জরিমানা করা হবে। সরকারি অফিসে মশা প্রজনন করছে। বেসরকারি অফিসেও একইভাবে। তথ্য আছে বেসরকারি ব্যাংকে কোটি কোটি টাকা খরচ করে ডেকোরেশন করা হয়। কিন্তু সেখানে মশা হচ্ছে।

তিনি আরও বলেন, নিয়মিত মনিটরিং করতে হবে। মসজিদে সবাইকে সচেতন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হবে। হাসপাতালের আশপাশে মশা প্রজনন হয়। এটা হতে পারে না। বিটিআরসির মাধ্যমে মোবাইলে এসএমএস পাঠানো হবে।

তাজুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে নোটিশ দেওয়া হবে। এরপর পাওয়া গেলে কাজ বন্ধ করে দেওয়া হবে।

ডেঙ্গুর জন্য ডেডিকেটেড হাসপাতাল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশেনের হাসপাতাল চালু করতে বলেছি। সেখানে ৮০০ থেকে ৯০০ রোগীর চিকিৎসা করা সম্ভব। মুগদাসহ আরও অনেকগুলো হাসপাতালে ডেঙ্গুরোগীর চিকিৎসা করা হচ্ছে।

ডেঙ্গু রোধে সরকার কি ব্যর্থ এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এখন পর্যন্ত মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারতের চেয়ে আমরা ভালো আছি। ব্যর্থ কিনা সফল সেটা বড় কথা নয়। কথা হচ্ছে যদি একজন লোকও আক্রান্ত না হয় এবং একজন লোকও যদি মৃত্যুবরণ না করে তবেই আমি নিজেকে সফল বলে দাবি করবো।

বর্তমান পরিস্থিতিতে অনেকেই বলছে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হোক সরকার এ বিষয়ে কি চিন্তা-ভাবনা করছে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, দুর্যোগ তখনই ঘোষণা করা হয় যখন আমরা মনে করি যে, আমরা আর পারবো না। এমনতো ঘটনা না, যে নিয়ন্ত্রণ করা হচ্ছে না, কাজ করার মতো যোগ্যতা আমাদের নেই। আমাদের কাজ করার যোগ্যতা আছে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। জাতীয় দুর্যোগ ঘোষণা করার মতো আমি তো দেখি নাই কোনো ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।