ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আল্লাহর দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
আল্লাহর দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

ঢাকা: চার বছর ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকা আল্লাহর দলের সক্রিয় সদস্য মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১৯ জুলাই) রাতে গাইবান্ধার পলাশবাড়ীর উদয় সাগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ পলাতক সক্রিয় সদস্য রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ী থানায় মামলা রয়েছে।

২০১৯ সালের ২৩ ডিসেম্বর পলাশবাড়ীর হরিণমারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালীন আল্লাহর দলের ছয় সদস্যকে উগ্রবাদী বই লিফলেট ও সাংগঠনিক দলিলাদিসহ গ্রেপ্তার করা হয়।

রুহুল আমীন সে সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেপ্তারে সর্বশেষ আদালত পরোয়ানা জারি করেন।

রুহুল আমিন ও তার সহযোগী আসামিরা আল্লাহর দলের সক্রিয় সদস্য হয়ে প্রচলিত শাসন ব্যবস্থা বিপন্ন করে তাদের কথিত শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তারা মুসলিম জাকাত ব্যবস্থাকে অস্বীকার করে এবং তাদের মতার্দশের সদস্যদের কাছ থেকে প্রতিমাসে চাঁদা আদায় করতেন।

রুহুল আমিন দীর্ঘ চার বছর দেশের বিভিন্ন জায়গায় ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।