ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

এ সময় একটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি, একটি লোহা কাটার যন্ত্র, নগদ চার হাজার ৯৫০ টাকা এবং দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম নিজ কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন নোয়াখালীর চৌমুহনী পৌরসভার পৌর হাজিপুর খালাশি বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে ইমরান হোসেন সুজন ওরফে খালাশি সুজন (৩০), চাটখিল উপজেলার পশ্চিম পরকোট ফজল করিম মৌলভী বাড়ির নুর মিয়া পাটোয়ারির ছেলে জাহাঙ্গীর (৪৫), লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মধ্যম মকরধস গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আরিফ হোসেন (২৮), একই ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো. জুয়েল (২৩), লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. মাসুদ(৪০)।

এরআগে, গত মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাতে পুলিশ জেলার বেগমগঞ্জ উপজেলা, লক্ষ্মীপুর জেলার সদর ও রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গত ৯ জুলাই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুরের বাহারা মিয়ার বাড়িতে এ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই দিন রাতে মেইন কেসি গেইটের তালা কেটে ১০/১২ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ ১২ লাখ ৪৭ হাজার টাকার মালামাল লুট করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।