ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে প্রাইভেটকারচাপায় যুবলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
রাজবাড়ীতে প্রাইভেটকারচাপায় যুবলীগ নেতা নিহত

রাজবাড়ী: রাজবাড়ীতে প্রাইভেটকারের চাপায় সৈকত উজ্জামান শুভ গাজী (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত শুভ বসন্তপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলা শহরের শ্রীপুর এলাকায় আলগাজ্জালী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।  

নিহত সৈকত উজ্জামান বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক সহকারী অধ্যাপক জিএমএ মান্নানের ছোট ছেলে।  

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে জেলা শহরের শ্রীপুর এলাকায় আলগাজ্জালী স্কুলের সামনে চার রাস্তার মোড়ে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠার সময় একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী সৈকত উজ্জামান। এ সময় তার বন্ধু রাজু আহত হন। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুদ জানান, ঘাতক প্রাইভেটকারটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।