বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার ছাত্রাবাসের বহিরাগত ও বরাদ্দ না নিয়ে অবস্থান করা শিক্ষার্থীদের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ।
আগামী ২৭ জুলাইয়ের মধ্যে ছাত্রাবাস ত্যাগ করতে নোটিশ দিয়েছেন তিনি।
তিনি জানান, বিএম কলেজে ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক, অশ্বিনী কুমার, জীবনানন্দ দাস ও সুরেন্দ্র ভবন ছাত্রাবাস রয়েছে। এছাড়াও বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাস রয়েছে। ওই সকল ছাত্রাবাসে বরাদ্দ না নিয়ে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা অবস্থান করে। তাদেরকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র ও ছাত্রী নিবাসে বরাদ্দ না নিয়ে থাকা শিক্ষার্থীদের হল তত্ত্বাবধায়কের সঙ্গে যোগাযোগ করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বরাদ্দ নিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের পর যেকোনো সময় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী অভিযান করবে। নির্দেশ অমান্য করে অবস্থান করা বহিরাগত ও বরাদ্দবিহীন শিক্ষার্থীদের পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এমএস/এমজে