ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় সংঘর্ষে আহত ২০, আটক চার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
মাদারীপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় সংঘর্ষে আহত ২০, আটক চার

মাদারীপুর: জেলায় স্কুলছাত্রীকে উত্যক্ত করা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার ছিলারচরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৩০), আমজাত শিকদারের ছেলে মহিবুল শিকদার (৩৫) ও মিজান শিকদার (১২), হেলাল উদ্দিন শিকদারের ছেলে আজাহার শিকদার (৪০), ইসমাইল মাতুব্বরের স্ত্রী রানু বেগম (৫০), সোনামুদ্দিন শিকদারের ছেলে সাহাবুদ্দিন শিকদার (৪০) এবং কালিকাপুরের আব্দুর রহমানের ছেলে সালাউদ্দিন (৩২)। অন্যদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার নজরুল শিকদারের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নুসরাত জাহানকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করে প্রতিবেশী সাহাবুদ্দিন শিকদারের ছেলে শাকিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকে মীমাংসাও হয়। এরই জেরে সকালে শাকিল প্রথমে নজরুলের ঘরে ঢুকে পরিবারের ওপর হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এতে আহত হয় নারীসহ অন্তত ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসকরা।

নজরুল শিকদার বলেন, আমার মেয়েকে উত্যক্ত করে শাকিল। এর প্রতিবাদ করায় অতর্কিত হামলা চালানো হয়। এতে পরিবারের সবাই আহত হয়েছি। এই ঘটনার বিচার চাই।

সাহাবুদ্দিন শিকদার বলেন, নজরুল হঠাৎ তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

হাজী খলিলুর রহমান নামে এক ব্যক্তি বলেন, দুইপক্ষই আমার আত্মীয়। কিন্তু এভাবে সংঘর্ষে জড়াবে মেনে নিতে পারছি না। যে সমস্যা নিয়ে সংঘর্ষ হয়েছে, সেটার সমাধানও আগেই হয়েছিল। কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হবে বুঝতে পারিনি কেউই। ওদের বিচার হওয়া উচিৎ।

মাদারীপুরের সদরের ছিলারচর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার খালাসী বলেন, হঠাৎ শুনি দুইপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এসে দেখি আহতরা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সিহাব চৌধুরী জানান, সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। একজনের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজামান ফকির জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।