ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
ছাগলনাইয়ায় দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর হরিপুরে দৃষ্টিনন্দন কাবিল ভূঁঞা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।  

পুনর্নির্মাণ শেষে শুক্রবার (২১ জুলাই) দুপুরে নামফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।

 

পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।  

দ্বিতল বিশিষ্ট আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্য সম্পন্ন মসজিদটি ডিজাইন করেছেন স্থপতি মো. রাশিদুল হাসান।

মসজিদ কমিটির সভাপতি দিলদার হোসেন ভূঁঞা মজনু বলেন, মসজিদটি সবার মন কাড়বে। এটি গ্রামের তরুণ ও যুবকদের মসজিদে আসতে উৎসাহিত করবে। আশা করি মসজিদটি দর্শনার্থীদেরও নজর কাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌর মেয়র মো. মোস্তফা, পাঠাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, জনপ্রতিনিধি, মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।