ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারী, গাজীপুরের সদর ও কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবনসহ ৪ সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার (২১ জুলাই) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার টেকনগপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজধানীর বংশাল থানায় দায়েরকৃত একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদকবিক্রেতা মো. ফারুক হোসেন ওরফে শরীফকে (৪৩) গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী ও ওয়ারী এলাকায় অপর দুই অভিযানে ১ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুপচান সরকার ও ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতলাফ হোসেন মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অপর এক আভিযানে গাজীপুরের কাশিমপুর থানা এলাকা থেকে ৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মন্নু কবিরাজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা নিজেদের আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
পিএম/আরবি