বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস উল্টে খাদে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।
শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জামাদার পুকুরের রুপিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের রোকসানা পারভীন (৩০) ও লালমনিরহাটের জেলমা বেগম (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে বাসটি বরিশাল থেকে লালমনিরহাট যাচ্ছিল। পথে রুপিহার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ১৬ জন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও এক নারীর মৃত্যু হয়।
বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
আরবি