ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস উল্টে খাদে পড়ে ২ নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
বগুড়ায় বাস উল্টে খাদে পড়ে ২ নারী নিহত ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস উল্টে খাদে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।

শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জামাদার পুকুরের রুপিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বরিশালের রোকসানা পারভীন (৩০) ও লালমনিরহাটের জেলমা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে বাসটি বরিশাল থেকে লালমনিরহাট যাচ্ছিল। পথে রুপিহার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ১৬ জন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও এক নারীর মৃত্যু হয়।

বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।