বরিশাল: বরিশালের গৌরনদীর একটি বেসরকারি হাসপাতালে বর্ষা আক্তার (২৩) নামের এক গৃহবধূ একসঙ্গে তিনটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন।
শুক্রবার (২১ জুলাই) রাতে একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় গৃহবধূর পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে।
বর্ষার শাশুড়ি রোজিনা বেগম জানান, বর্ষাকে শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে সুইজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় বর্ষার ডাক্তারি পরীক্ষার পর ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে ওইদিনই রাতে ডা. শিউলি সমাজপতির তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দেয় বর্ষা। শনিবার (২২ জুলাই) সকালে তিন সন্তানের নাম রাখা হয়েছে আবু বকর, মিজানুর রহমান ও ওমর ফারুক।
তিনি জানান, একটি নবজাতক অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি নবজাতক ও তাদের মা সুস্থ আছে। একসঙ্গে তিন সন্তান হওয়ায় তাদের পরিবারে খুশির বন্যা বইছে বলেও তিনি উল্লেখ করেন।
হাসপাতালের পরিচালক শেখ রুপা খানম বলেন, গৌরনদীর কোনো হাসপাতালে ওই প্রথমবার একসঙ্গে তিনটি শিশুর জন্ম হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে তাদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমএস/এএটি