নারায়ণগঞ্জ: জেলার সদর ও ফতুল্লায় অভিযান চালিয়ে জাকির হত্যা মামলার পলাতক আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
শনিবার (২২ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
এরআগে, ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি জসিম ওরফে কালা জসিমকে (৩৮) আটক করে র্যাব। জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, নিহত ভিকটিম জাকির মিয়া নিখোঁজ ছিলেন। পরবর্তীতে নিখোঁজের ৩৪ দিন পর জেলার ফতুল্লার বক্তাবলি উত্তর গোপালনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে জেলার বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপর একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার আরেক হত্যা মামলার পলাতক আসামি ফতুল্লার দেওভোগের মৃত দেলোয়ারের ছেলে সবুজকে (৩০) সদর মডেল থানাধীন বাবুরাইল এলাকা থেকে আটক করে র্যাব।
তাদেরকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমআরপি/এসআইএ