ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজারে কারখানায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
চকবাজারে কারখানায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

ঢাকা: রাজধানীর চকবাজারে একটি লোহা কারখানার মেশিনের সঙ্গে পড়নের গেঞ্জি পেঁচিয়ে রায়হান (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে চকবাজার রহমতগঞ্জ হান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ঘটনাটি ঘটে।

 

রায়হান নরসিংদী জেলার বেলাবো উপজেলার মির্জাপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। বর্তমানে চকবাজার রহমতগঞ্জ এলাকায় একটি মেসে থাকতো। রহমতগঞ্জে হান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতো।

ওয়ার্কশপ মালিক আব্দুল হান্নান জানান, রায়হান একটি মেশিনে লোহা কাটার কাজ করছিল। হঠাৎ মেশিনের বেল্টের সঙ্গে তার পড়নের গেঞ্জি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।