ঢাকা: ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শপথগ্রহণের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তিনি তার সংসদীয় কার্যক্রম শুরু করলেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় আরাফাত বলেন, সাংবিধানিকভাবে অল্প সময় জন্য হলেও নির্বাচন করা বাধ্যতামূলক ছিল। অল্প মেয়াদের জন্য সংসদ সদস্য নির্বাচিত হলেও এলাকার জন্য কাজ করব। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে পারলে সামনে দীর্ঘমেয়াদে জনগণের জন্য কাজ করব।
তিনি আরও বলেন, নির্বাচনে আওয়ামী লীগ কখনও হারে না। অতীতে চক্রান্ত করে হারানো হয়েছিলো।
এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মান্নান কচিসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১২৪৯, জুলাই ২৭, ২০২৩
এনবি/এমএইচএস