ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নয়াপল্টন এলাকায় ইন্টারনেট সেবা ‘বিঘ্ন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
নয়াপল্টন এলাকায় ইন্টারনেট সেবা ‘বিঘ্ন’ শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে। শুক্রবার দুপুর ২টা থেকে ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

থ্রিজি ও ফোরজির মাধ্যমে মোবাইল ইন্টারনেট সেবা দেওয়া হলেও দুপুরের পর থেকে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না বলে ওই এলাকায় অবস্থানকারীরা জানিয়েছেন।  

কয়েকজন সংবাদকর্মীও জানিয়েছেন, তারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। কখনও কখনও ভয়েস কলও করা যাচ্ছে না।  

এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে, কোনো জায়গায় গ্রাহকের সংখ্যা বেড়ে গেলে নেটওয়ার্কে বিঘ্ন ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এরআগে গত ১২ জুলাই নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইলের থ্রিজি এবং ফোরজি সেবা বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমআইএইচ/এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ