ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ, উদ্ধার ৬ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ, উদ্ধার ৬ 

সাভার (ঢাকা): রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজারে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

 

শনিবার (২৯ জুলাই) বেলা ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মেসার্স শাহ আলম ফিলিংস্টেশনের সামনে এ ঘটনা ঘটে।  

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে ৪-৫টি ককটেল সদৃশ বস্তু সড়কের পাশে নিক্ষেপ করা হলে সেগুলো বিস্ফোরণ ঘটে।  

ফিলিংস্টেশনের ম্যানেজার নুরুল আমিন বলেন, একইসঙ্গে ৪-৫টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে কাউকে দেখতে পাইনি।

এদিকে বিস্ফোরণস্থলের পাশ থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ।

 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্র্যাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনা স্থলে গিয়ে ছয়টি ককটেল উদ্ধার করেছি এবং ডিফিউজের ব্যবস্থা করেছি। আমরা ঘটনাটির তদন্ত করছি। এঘটনায় মামলা হবে৷ 

তিনি বলেন, আপনারা জানেন এখানে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। কিন্তু আমাদের তৎপরতার কারণে কেউ অবস্থান নিতে পারেনি৷ তাই এই ককটেল বিস্ফোরণ করে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে৷ 

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এসএফ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।