ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে দেড় হাজার লিটার চোলাই মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
কাপ্তাইয়ে দেড় হাজার লিটার চোলাই মদসহ আটক ২

রাঙামাটি: রাঙামাটিতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

সোমবার (৩১ জুলাই) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন।

আটকরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি থানার সোহরাব উদ্দীনের ছেলে মো. করিম এবং রাঙামাটির কাউখালী উপজেলার মহিউদ্দীনের ছেলে মো. ইসমাইল।

ওসি জসীম উদ্দিন বলেন, সোমবার সকালে কাপ্তাই থানা সংলগ্ন মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেক পোস্টের সামনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মদ পাচার করার সময় ট্রাকসহ জড়িত দুইজনকে আটক করা হয়।

এছাড়া এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার আটকদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।