ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার আহ্বান

রাজশাহী: ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা আনসার ও ভিডিপি।  

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর সিঅ্যান্ডবির মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়।

এটি মহানগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।  

সচেতনতামূলক এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম ও রাজশাহী জেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদুল আলম চৌধুরী।

এছাড়া থানা আনসার ভিডিপি কর্মকর্তাসহ আনসার ভিডিপি রাজশাহী রেঞ্জ ও জেলা কার্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশক্রমে আজ এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।