ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অটো রাইসমিলে পাওয়া গেল সরকারি গুদামের ৭৪ বস্তা চাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
বগুড়ায় অটো রাইসমিলে পাওয়া গেল সরকারি গুদামের ৭৪ বস্তা চাল

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরকারি গুদামের ৭৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাতে উপজেলার ইসলামপুর এলাকায় মোহিত অটো রাইসমিল থেকে চালগুলো জব্দ করা হয়।

 

জানা যায়, সরকারি গুদামের ৪০০ বস্তা চাল দিনাজপুর থেকে শরীয়তপুর নেওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকচালকদের একটি চক্রের সঙ্গে কারসাজি করে সেই চাল দুপচাঁচিয়ার ইসলামপুর এলাকায় মোহিত অটো রাইসমিলে রাখেন দুর্বৃত্তরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই মিলে অভিযান চালিয়ে ৭৪ বস্তা সরকারি চাল এবং ৩২৪টি খালি বস্তা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।