ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
৪ দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ভোলা: টানা ৪ দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে দেশের ২১ জেলার সঙ্গে আবারও যুক্ত হলো ভোলা।

শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে ইলিশা ফেরি ঘাটের দুইটির মধ্যে একটি ঘাট  সচল করে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। এরপর সেটি দিয়ে ফেরিতে যানবাহন লোড-আনলোড চলে। পরে লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি।

এর আগে বিআইডব্লিউটিএর দুইটি টাগবেট এনে ঘাট সংস্কার কাজ শুরু করা হয়। পরে লো ওয়াটার ঘাট সচল করা হয় কিন্তু এখনও হাই ওয়াটার ঘাটের সংস্কার কাজ চলছে।

ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিসির ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান। তিনি বলেন, বিকেল ৪টার দিকে কদম নামের একটি ফেরি ভোলা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

গত ১ আগস্ট সকালের দিকে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরিঘাটের দুই পল্টুন ছিড়ে যায়। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি সার্ভিস।
এদিকে ঘাটে এখনও পারাপারের অপেক্ষায় আছে শতাধিক যানবাহন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।