ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেদরগঞ্জে ভুয়া চিকিৎসককে ২০০ দিনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
ভেদরগঞ্জে ভুয়া চিকিৎসককে ২০০ দিনের কারাদণ্ড

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে মো. আবুল হাসেম সরদার নামে এক ভুয়া চিকিৎসক ও ইউনানি কবিরাজকে ২০০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেন।

 

আবুল হাসেম ভেদরগঞ্জের নারায়ণপুর ইউনিয়নে ইকরকান্দি গ্রামে বসবাস করেন। এ সময় তার বাড়ি থেকে অসংখ্য অবৈধ ইউনানির ওষুধ ও সিরাপ জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ইকরকান্দি গ্রামে দীর্ঘদিন যাবত ভুয়া চিকিৎসক ও ইউনানি কবিরাজ আবুল হাসেম সরদার মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

তিনি আরও জানান, অবৈধ উপায়ে ওষুধ তৈরি, চিকিৎসা প্রদান ও ওষুধ বিক্রির অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে ২০০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।