ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবিধাভোগী নারীকে দিয়ে বাতাস করালেন অফিস সহকারী, ভিডিও ভাইরাল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
সুবিধাভোগী নারীকে দিয়ে বাতাস করালেন অফিস সহকারী, ভিডিও ভাইরাল 

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি সমাজসেবা অফিসে সুবিধা নিতে আসা এক নারীকে দিয়ে বাতাস করানোর অভিযোগ উঠেছে অফিস সহকারী আ. মান্নানের বিরুদ্ধে।  

বুধবার (৯ আগস্ট) ওই নারীর বাতাস করানোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এতে এলাকায় বেশ সমালোচনার ঝড় বইছে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অফিসে সেবা নিতে এলে এক নারীকে দিয়ে হাতপাখা দিয়ে বাতাস করাচ্ছেন সহকারী আ. মান্নান।  

এ ঘটনায় ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। আর ভিডিওটির বিষয়ে জানতে অফিস সহকারী আ. মান্নানকে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এ বিষয়ে নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন চৌধুরীকে বলেন, আমি ছুটিতে থাকার কারণে বিষয়টি সম্পর্কে অবগত নই। ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কোনোভাবেই এমনটি করার সুযোগ নেই। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।