ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

বরিশাল: ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নগরীর রাস্তাঘাট মেরামত, জলাবদ্ধতা নিরসন করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে প্রতিবাদী মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন।

রোববার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি এই মানববন্ধন করে।

মানববন্ধনে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা কমিটির নবনির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।

মানববন্ধন থেকে বরিশালের খাল উদ্ধার ও পুনঃখনন, চুরি, ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।