ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
গৌরীপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

ময়মনসিংহ: অবৈধভাবে ভারত থেকে আনা ১৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ। এ সময় ট্রাকচালক নূর হোসেনকে (২২) আটক করা হয়।

সোমবার (১৪ আগস্ট) সকালে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ সড়কের টেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ট্রাকভর্তি চিনিসহ তাকে আটক করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এদিন দুপুরে চোরা চালান আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা-দূর্গাপুরের নাজিরপুর সীমান্ত এলাকা দিয়ে একটি চোরা চালান সিন্ডিকেট পণ্য দেশে এনে বাজারজাতকরণ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাকভর্তি চিনিসহ তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।