ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে গজ রেখেই প্রসূতির পেট সেলাই!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
হবিগঞ্জে গজ রেখেই প্রসূতির পেট সেলাই!

হবিগঞ্জ: সিজারিয়ান অপারেশন শেষে প্রসূতি নারীর পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক আরশেদ আলীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

 

ভুল অপারেশনের প্রায় আট মাস পর গত ১২ আগস্ট ভারতের একটি হাসপাতালে দ্বিতীয়বার অস্ত্রোপচার করে স্মৃতি সূত্রধর নামে ভুক্তভোগী ওই নারীর পেট থেকে দুটি গজ বের করা হয় বলে জানা গেছে।

স্মৃতি হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা স্বপন সূত্রধরের স্ত্রী।

ডা. আরশেদ আলীর বিরুদ্ধে এ অভিযোগের তদন্ত করা হবে বলে হবিগঞ্জের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্মৃতির পরিবারের অভিযোগ, জেলা শহরের সূর্যমুখী জেনারেল হাসপাতালে ওই নারীর সিজারিয়ান অপারেশন করেছিলেন ডা. আরশেদ আলী। এর কিছুদিন পর পেটে ব্যথা অনুভব করতে থাকলে আল্ট্রাসনোগ্রাম করে জানতে পারেন পেটের ভেতরে দুটি গজ রয়ে গেছে। পরে গত ১২ আগস্ট ভারতের বেঙ্গালুরুতে মজুমদার শাহ হাসপাতালে অপারেশন করে দুটি গজ বের করা হয়।  

স্মৃতি সূত্রধরের দেবর নয়ন সূত্রধর জানান, ভারতে চিকিৎসায় সর্বমোট ৫ লাখ ৬৬ হাজার রুপি খরচ হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ লাখ ৪৮ হাজার টাকা। স্মৃতির স্বামী একজন ওয়ার্কশপ শ্রমিক। এখন ভিটেমাটি বিক্রি করা ছাড়া তার কোনো উপায় নেই।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত চিকিৎসক আরশেদ আলীর মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক বাংলানিউজকে বলেন, এমন একটি অভিযোগ শুনেছি। তবে ওই নারীর পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তারপরও স্বাস্থ্য প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।