ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিজিবির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
জয়পুরহাটে বিজিবির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প

জয়পুরহাট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের (নিখরচায় চিকিৎসাসেবা) আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে নিখরচায় ওষুধ দেওয়া হয়েছে রোগীদের।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি এলাকার একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় ২৫০ জনকে চিকিৎসা ও ওষুধ দেন বিজিবির চিকিৎসকরা।

একই সময়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দুস্থদের মধ্যে চাল, ডাল, তেল, চিনি ও আলু বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুঁইয়া।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।