ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রেনে ডাকাতি: আরও ৪ ডাকাত গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
ট্রেনে ডাকাতি: আরও ৪ ডাকাত গ্রেপ্তার 

ঢাকা: টঙ্গীর আউটার স্টেশনে কর্ণফুলী ট্রেনে ডাকাতি ও কুপিয়ে আহত করার ঘটনায় আরও ৪ ডাকাতকে গ্রেপ্তার  করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার  ডাকাতরা হলেন- মো. রুবেল (২৯), মো. রবিন (২৪), মো. মাসুদ (২৫) ও সাগর (২৪)। অভিযানে তাদের কাছ থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, সোমবার (১৪ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

তিনি বলেন, গত ১০ আগস্ট রাত ১০টার দিকে টঙ্গী স্টেশনের আউটারে ঢাকামুখী কর্ণফুলী ট্রেনে ডাকাতির ঘটনায় গাজীপুর থেকে আরও ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।  

তাদের মধ্যে সাগর ছাড়া বাকি তিনজন ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  

তিনি আরও বলেন, রুবেল, রবিন ও মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরা টঙ্গী এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত।  

এ ঘটনায় জড়িত ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।