মাগুরা: ‘আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু জ্বর প্রতিরোধের উপায়’ স্লোগানকে সামনে নিয়ে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক র্যালি করেছে মাগুরা জেলা প্রশাসন।
বুধবার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় ঢাকা রোড, ভায়না মোড় ঘুরে জেলা পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল কাদি ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর।
এ সময় শতাধিক নার্স ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসএম